Monday, November 10 2025

৪০ বছরেও হয়নি রাস্তা নির্মাণ: চরম ভোগান্তিতে ৬৬ নং ওয়ার্ডের পূর্ব দক্ষিণপাড়া ডগাইর বোর্ডমিল হিন্দু পাড়া এলাকার বাসিন্দারা

রাজধানী ডেমরা ৬৬ নং ওয়ার্ডের পূর্ব দক্ষিণপাড়া ডগাইর বোর্ডমিল হিন্দু পাড়ার সড়কটি দীর্ঘ ৪০ বছরেও নির্মিত হয়নি। প্রায় চার দশক ধরে এলাকার বাসিন্দারা চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন।

৩০টিরও বেশি পরিবারের বসবাস এ এলাকায়, যার আনুমানিক জনসংখ্যা ১৩০ থেকে ১৫০ জন। সরজমিনে গিয়ে সংবাদ সংগ্রহকালে স্থানীয়রা বলেন, আৃাদের এই সড়কটির দৈর্ঘ্য ১৭৮ ফুট ও প্রস্থ ৮ ফুট। এতো বছরেও কোনো উন্নয়নমূলক কাজ হয়নি এবং কত সরকার আসলো আর গেল কিন্তু কোন কোন সরকার বা স্থানীয় কাউন্সিলার সহ কারোরই নজর কারিনী আমাদের এই বেহাল দশার রাস্তাটির। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি এলেও কাজের অগ্রগতি দেখা যায়নি।

তার আরো বলেন, রাস্তাটি এখন এতটাই খারাপ যে, কোনো এম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারে না। ফলে জরুরি মুহূর্তে রোগী বা দুর্ঘটনাগ্রস্তদের হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। এলাকাবাসী আশঙ্কা করেছেন যে, যদি কখনও অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটে, তবে ফায়ার সার্ভিসের গাড়িও ভিতরে ঢুকতে পারবে না। ফলে জীবননাশ সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

বর্তমান সরকারের কাছে এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটির নির্মাণকাজ শুরু করে তাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করা হোক। তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন জরুরি ভিত্তিতে রাস্তাটি নির্মাণের জন্য।

চাওয়া একটাই — ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চলাচলের উপযোগী একটি রাস্তা।

 

Check Also

আনন্দঘন বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক স্বদেশ বিচিত্রা’র অষ্টম বর্ষ পূর্তি ও নবম বর্ষে পদার্পণ অনুষ্ঠান

বিষেশ প্রতিনিধি  সময়ের নিখুঁত প্রতিচ্ছবি’এই শ্লোগানকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক স্বদেশ বিচিত্রার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *