Tuesday, September 23 2025

হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিক বৃন্দের সাথে মত বিনিময় সভা করলেন পুলিশ সুপার,অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতিপ্রাপ্ত ) হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন, গাজীপুর ড. আ. ক. ম আখতারুজ্জামান বসুনিয়া। কাঁচপুর হাইওয়ে থানায় মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর রিজিয়নের পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ হুমায়ুন কবির, শিমরাইল হাইওয়ে ফাড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী, ভুলতা হাইওয়ে ফাড়ির ইনচার্জ আলী আশরাফ । এছাড়া আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার ও বন্দর থানার সাংবাদিক বৃন্দাগন।


এ সময় পদোন্নতিপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি ডক্টর আ. ক.ম আকতারুজ্জামান বসুনিয়া বলেন মহাসড়কে নিয়ম অনুযায়ী যানবাহন তথা পথচারীরা চলাচল করলে দুর্ঘটনা কবলে পড়তে হবে না। যে চালকগণ নিয়ম না মেনে সড়কে যানবাহন ড্রাইভ করবেন তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা চলমান রয়েছে এবং থাকবে। তিনি বলেন ইজিবাইক, ব্যাটারিচালিত অটোরিক্সা ও ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলমান থাকলে আমরা তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নিব। কোনো অবৈধভাবে স্থাপনা অথবা কোন হকার মহা সড়কে থাকবে না বলে আশ্বস্ত করেন সাংবাদিক বৃন্দদের পদোন্নতিপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি আকতারুজ্জামান বসুনিয়া।

Check Also

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর উদ্যোগে শীতার্তদের মাঝে কমম্বল বিতরণ কর্মসূচি