
আফজাল হোসেন
ভোলার তজুমদ্দিন উপজেলার ৪নং চাচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের তারাজি হাওলাদার চটকি বাড়িতে গরুর শাক খাওয়াকে কেন্দ্র করে একই বাড়ির দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পরিবারের পাঁচজন আহত হয়েছেন।
গতকাল রবিবার (২ নভেম্বর) দুপুরে ইবুর গরু একই বাড়ির চাচাতো ভাই বেলালের ধুলিয়ার শাক খেয়ে ফেললে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে ইসলাম ও তার ভাই নূর নবী অপরদিকে বেলাল, তার স্ত্রী চহুড়া বেগম ও তাদের সন্তান জসিম সহ উভয় পক্ষের পাঁচজন আহত অবস্থায় তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় উভয় পক্ষই তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
Royal Bangla TV