স্টাফ কোয়ার্টার থেকে যাত্রাবাড়ী যাওয়ার প্রধান সড়কের কোনাপাড়া ফ্লাইওভারের নিচে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। কারণ, ফ্লাইওভারের নিচে গড়ে উঠেছে ভাসমান দোকানপাট, যা দখল করে রেখেছে সড়কের বড় অংশ। এতে পথচারী ও যানবাহন উভয়ই চলাচলে মারাত্মক ভোগান্তিতে পড়ছে।
অভিযোগ রয়েছে, ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। তারা যানজট নিরসনে কোনো ব্যবস্থা না নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে গল্প ও খুনসুটি করেন। তাদের চোখের সামনেই গড়ে উঠছে ফুটপাত দখল ও তৈরি হচ্ছে যানজটের দীর্ঘ সারি।
স্থানীয়রা বলছেন, নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। দ্রুত ব্যবস্থা না নিলে এলাকাবাসীর দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
Royal Bangla TV
