Monday, November 10 2025

জুলাই মঞ্চের সংবাদ সম্মেলন: “দেশ কি পলাতক হাসিনার আমলাই চালাবে?”

৪৪ সচিব ও ৯৫ ম্যাজিস্ট্রেটের বিচার দাবি শিক্ষা মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত ফ্যাসিস্ট চক্রের অপসারণের আহ্বান। “দেশ কি পলাতক হাসিনার আমলাই চালাবে? জুলাই গণহত্যাকারী আমলাদের কি বিচার হবে না?” এমন প্রশ্নে মুখর হয়ে ওঠে নাগরিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম জুলাই মঞ্চের সংবাদ সম্মেলন। রবিবার (২ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনটি ৪৪ জন সচিব ও ৯৫ জন ম্যাজিস্ট্রেটের গ্রেফতার ও বিচারের দাবি জানায়। সংবাদ সম্মেলনে জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুর ইসলাম তালুকদার তার বক্তব্যে বলেন, “আমলাতন্ত্রের মধ্যে এখনো এমন এক ফ্যাসিস্ট চক্র সক্রিয়, যারা জনগণের সরকার নয়— বরং এক ব্যক্তি ও তার গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করছে। জুলাই মাসে সংঘটিত গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ৪৪ জন সচিব ও ৯৫ জন ম্যাজিস্ট্রেটকে আইনের আওতায় আনতে হবে।”
তিনি অভিযোগ করে বলেন, “বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ে গড়ে উঠেছে এক কালো তালিকাভুক্ত ফ্যাসিস্ট আমলা চক্র। এই চক্রের মধ্যে রয়েছেন শেখ রেহেনা পারভীন, বদরুন নাহার, মিজানুর রহমান, মেহেরুন নেছা, রায়হানা তসলিমা, মাহবুব সরফরাজ, মোস্তাক আহমেদ ভূঁইয়া, শামীম আহসান খান, সাদী মোহাম্মদ এবং ছদরুদ্দিন আহমেদ। এরা প্রশাসনিক পদে থেকে শিক্ষাঙ্গনকে রাজনৈতিকভাবে কলুষিত ও নিয়ন্ত্রিত করেছে।”
আরিফুর ইসলাম তালুকদার আরও বলেন, “আগামী নির্বাচন কি হাসিনার নিয়ন্ত্রণে হবে? সচিবালয় কি হাসিনামুক্ত হবে না? রাষ্ট্র কি গণমানুষের হাতে ফিরবে, নাকি ফ্যাসিবাদী আমলাতন্ত্রের কবলে থাকবে? — এই প্রশ্নের উত্তর জাতি জানতে চায়।”
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ বিন সিদ্দিক তালুকদার, জুলাই মঞ্চের সদস্য তম্ময় আহমেদ এবং মাহিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মানবাধিকার নেতা মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, “প্রশাসনের নিরপেক্ষতা ব্যাহত হলে গণতন্ত্র টেকে না। শিক্ষা খাতকে মুক্ত করতে হলে এই আমলাচক্রের জবাবদিহি নিশ্চিত করতে হবে। জনগণের ট্যাক্সের টাকায় যারা ফ্যাসিস্ট মনোভাব নিয়ে রাষ্ট্র চালাতে চায়, তাদের বিচারের মুখোমুখি করতেই হবে।”
বক্তারা বলেন, জনগণের জানমাল রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমলাতান্ত্রিক দমননীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তারা জুলাই গণহত্যা ও প্রশাসনিক অন্যায়ের শিকারদের সাক্ষ্যভিত্তিক “গণবিচার আন্দোলন” শুরু করার ঘোষণা দেন। অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দেশের গণতান্ত্রিক পুনর্জাগরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Check Also

ভোলা জেলায় বিএনপি ও বিজেপি কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া আহত শতাদিক

ভোলা জেলা প্রতিনিধি আফজাল হোসেন।  বিএনপি ও বিজেপি কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *