আড়াইহাজার প্রতিনিধি মিলন হক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার পায়রা চৌরাস্তার মোড়ে পথসভায় এলাকাবাসীর উদ্দেশ্যে কিছুক্ষণ বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, আড়াইহাজার আমার গর্ব, আমার শক্তি। এই এলাকার মানুষই আমার প্রেরণা। আপনারা যদি পাশে থাকেন, আমরা গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধার করতে পারব।
সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, সাহসী ও সৎ রাজনীতির প্রতীক নজরুল ইসলাম আজাদ এমপি প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় আড়াইহাজারবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
আড়াইহাজার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানান, তাঁরা সর্বস্তরের জনগণের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে আগামী নির্বাচনে প্রার্থীকে বিজয়ী করতে মাঠে কাজ করবেন।
সবশেষে নজরুল ইসলাম আজাদ আড়াইহাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
Royal Bangla TV
