
ধোঁয়া-ধূলিকণা বা বায়ুদূষণের সঙ্গে আমাদের চোখের ক্রমাগত সংস্পর্শে বাড়ছে শুষ্ক চোখের সমস্যা। এর সঙ্গে আমাদের জীবনযাত্রায় যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের ডিভাইস, যা শুষ্ক চোখের সমস্যাকে বাড়িয়ে দিচ্ছে বহুগুণে। বিশেষজ্ঞরা বলছেন, চোখের ড্রাইনেস বা শুষ্কতা বর্তমানে একটি বৈশ্বিক জনস্বাস্থ্যসমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিশ্বব্যাপী ১০ থেকে ৩০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এই সমস্যার শিকার। দক্ষিণ এশিয়া বিশেষত বাংলাদেশে এই সমস্যার প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক।