Monday, November 10 2025

চান্দিনা রোডস এন্ড হাইওয়ের অভিযানে সিএনজি পাম্পের স্থাপনা উচ্ছেদ

 

কুমিল্লা প্রতিনিধি

অদ্য ৫/১১/২৫ইং বুধবার দুপুরের দিকে কুমিল্লার চান্দিনায় আর এন আর সিএনজি পাম্পের সীমানা রোড সংলগ্ন স্থাপনা ভেকু দিয়ে উচ্ছেদ করেন।
রোডস এন্ড হাইওয়ে বিভাগ ও ইলেটগঞ্জ হাইওয়ে পুলিশ সহ চান্দিনা ৩ইষ্ট বেঙ্গল রেজিমেন্টে সেনাবাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

জানা যায়, চান্দিনা উপজেলার আর এন আর সিএনজি পাম্প রোডস এন্ড হাইওয়ের সংলগ্ন হাইওয়ের জায়গা দখল করে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বাঘ ও হরিণের মূরাল স্থাপন করেন এবং সৌন্দর্যময় বিভিন্ন ফুলের গাছ রোপণ করে।
তবে জায়গাটি রোডস এন্ড হাইওয়ে বিভাগের অধীন হওয়ায় বুধবার দুপুরে প্রশাসনের তত্ত্বাবধানে ও সেনাবাহিনীর সহায়তায় ভেকু মেশিনের মাধ্যমে এসব সৌন্দর্যময় স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে পাম্পের ম্যানেজার বলেন, আমরা শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য বাঘ-হরিণ বসিয়েছিলাম। রোডস এন্ড হাইওয়ের অলিখিত অনুমতিক্রমেই এগুলো স্থাপন করা হয়েছিল। রোডস এন্ড হাইওয়ের প্রয়োজন হলে আমরা সৌন্দর্যময় স্থাপনাগুলো সরিয়ে অন্যত্র নিয়ে যেতাম। রোডস এন্ড হাইওয়ের জায়গা চাইলে আমরা ছেড়ে দিতাম। কিন্তু কোনো ধরনের নোটিশ ছাড়াই স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে আমাদের অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, পাম্প কর্তৃপক্ষ সেখানে শিশু ও সাধারণ মানুষের দেখার মতো একটি ছোট মিনি পার্কের মতো পরিবেশ তৈরি করেছিল। এতে এলাকাটির সৌন্দর্য বৃদ্ধি পেয়েছিল। তবে পাম্প কর্তৃপক্ষকে আগে নোটিশ দেওয়া হলে, পাম্প কর্তৃপক্ষ স্থাপনাগুলো সরিয়ে নিয়ে যেতে পারত, ক্ষয়ক্ষতি অনেকটা কমানো যেত।

Check Also

দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত

দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *