
প্রচলিত ভৌতিক গল্প নিয়ে নুহাশ হুমায়ূন বানিয়েছিলেন ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’। ২০২২ সালে মুক্তি পাওয়া সিরিজটি প্রশংসিত হয়েছিল। দুই বছর পর আসছে সিরিজের নতুন সিজন। গত এপ্রিলেই ঘোষণা দেওয়া হয়েছিল নতুন সিজনের। আজ প্রকাশ পেল সিরিজের টিজার।
৫৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গেল, জঙ্গলের মধ্যে একটি শিশু বিশাল এক বটগাছের দিকে এগিয়ে যাচ্ছে। আরেক দৃশ্যো এক শিশু তার দাদুর কাছে জানতে চাইছে, ইবলিশ শয়তান কি বাংলাদেশে থাকে? দ্বিতীয় সিজনের নামকরণ করা হয়েছ ‘২ষ’। টিজার প্রকাশ হলেও মুক্তির তারিখ জানানো হয়নি। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিরিজটি।