Tuesday, September 23 2025

ঈদে মুক্তি ‘সিকান্দার’

বন্ধুদের ভাইজান, আর দুশমনের যম। নতুন বছরে ঈদের বক্স অফিসে জমাতে তৈরি সালমান খান। ‘সিকান্দার’ টিজারে বলিউডের সুলতান ধরা দিলেন ‘অ্যাংরি ইয়াংম্যান’ হিসেবে। ভক্তদের দিয়ে রাখলেন দুরন্ত অ্যাকশনের আভাস।

সংগ্রহীত

সদ্য ৫৯ বছরে পা দিয়েছেন সালমান। কথা দিয়েছিলেন, জন্মদিনেই ‘সিকান্দার’-এর টিজার প্রকাশ্যে আসবে। কিন্তু তার আগেই ঘটে অঘটন। প্রয়াত হন ড. মনমোহন সিং। প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়েই টিজার রিলিজের সময় পিছিয়ে দেওয়া হয়।
শনিবার সকাল এগারোটায় টিজার রিলিজের কথা থাকলেও তা প্রকাশ্যে আসে বিকেল চারটায়। সেটাও আবার শুধুমাত্র ইউটিউবে।

বন্ধুদের কাছে তিনি ভাইজান, আর দুশমনের কাছে যম। আসন্ন ঈদে বক্স অফিসে ঝড় তুলতে তৈরি বলিউডের সুলতান সালমান খান। নতুন ছবি ‘সিকান্দার’ -এর টিজার প্রকাশ পেয়েছে, যেখানে সালমান ধরা দিয়েছেন ‘অ্যাংরি ইয়াংম্যান’ রূপে। দুর্দান্ত অ্যাকশনের ঝলক দেখে ভক্তরা আরও রোমাঞ্চিত।