রাজধানীর ডেমরা এলাকার সারুলিয়া মাছের বাজারে প্রতিদিনই জমে উঠছে ক্রেতা-বিক্রেতার ভিড়। ভোর থেকেই শুরু হয় বেচাকেনা, আর সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে বাড়তে থাকে কোলাহল ও দরদামের হিড়িক।
বাজার ঘুরে দেখা যায়, দেশি মাছের চাহিদা আগের তুলনায় অনেক বেশি। রুই, কাতলা, আইড়, তেলাপিয়া, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছের ভালো সরবরাহ থাকলেও দাম কিছুটা বেড়েছে। বিক্রেতারা বলছেন, পরিবহন খরচ ও পাইকারি বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।
এক ক্রেতা বলেন, আগে যে মাছ ৪০০ টাকায় পেতাম এখন সেটা ৫০০-৫৫০ টাকার নিচে পাওয়া যায় না। তবুও তাজা মাছের জন্য সারুলিয়া বাজারে আসি।
বিক্রেতাদের দাবি, সারুলিয়া বাজার এখন আশেপাশের এলাকার অন্যতম বড় মাছের আড়ত, যেখানে প্রতিদিন শতাধিক ব্যবসায়ী মাছ বিক্রি করেন।
বাজার কমিটির এক সদস্য জানান, আমরা প্রতিদিন বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি, যাতে ক্রেতারা ঠকেন না এবং ব্যবসায়ীরাও ন্যায্য দাম পান।
Royal Bangla TV