Tuesday, September 23 2025

বাংলাদেশে চীনা কমলা রপ্তানি, এক মাসেই ভুটানের আয় ২৪ লাখ ডলার

গত ৩০ নভেম্বর থেকে শুরু হয়েছে ম্যান্ডারিন বা চীনা কমলা রপ্তানির মৌসুম। ভুটান এরই মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৭০৩ বাক্স কমলা বাংলাদেশে রপ্তানি করেছে। এ থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২৩ লাখ ৮৪ হাজার মার্কিন ডলার আয় করেছে দেশটি।

ভুটানের কৃষি বিপণন ও সমবায় বিভাগের তথ্য অনুযায়ী, ২৭ জন রপ্তানিকারক পাঁচটি প্রধান গেটওয়ে—গেলেপু, সামদ্রুপজংখার, সামটসে, ফুয়েনশোলিং এবং নংগলাম—ব্যবহার করে এই রপ্তানি কার্যক্রম পরিচালনা করছেন। এ মৌসুমে মোট ৫২৫টি ট্রাক ব্যবহার করা হয়েছে।

গেলেপু রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে, যেখানে ১ লাখ ৭ হাজার ৯৪৩ বাক্স ম্যান্ডারিন রপ্তানি করে ১৩ লাখ ৫৭ হাজার মার্কিন ডলার আয় হয়েছে। এই গেটওয়েতে ১৫ জন রপ্তানিকারক ৩০৩টি ট্রাক ব্যবহার করেছেন। সামদ্রুপজংখার ২৩ হাজার ৯২৯ বাক্স রপ্তানি করে ৩ লাখ ২ হাজার মার্কিন ডলার আয় করেছে। সামটসে ২২ হাজার ৪৬০ বাক্স রপ্তানি করে ২ লাখ ৮৯ হাজার মার্কিন ডলার আয় করেছে, যেখানে তিনজন রপ্তানিকারক জড়িত।

নংগলাম গেটওয়ে ৪৭টি ট্রাক ব্যবহার করে ১৬ হাজার ২৪১ বাক্স রপ্তানি করেছে এবং ফুয়েনশোলিং ১৫ হাজার ১৩০ বাক্স রপ্তানি করেছে। এই দুটি গেটওয়েতে যথাক্রমে দুইজন করে রপ্তানিকারক কাজ করছেন। রপ্তানিকারকেরা বড় ম্যান্ডারিন (মিল) প্রতি বাক্স ১ হাজার ৪০০ নু (ভুটানি মুদ্রা যা বাংলাদেশি টাকার প্রায় সমান) এবং ছোট ম্যান্ডারিন (কিল) প্রতি বাক্স ১ হাজার ২০০ নু করে বিক্রি করছেন। বাংলাদেশে এসব ম্যান্ডারিনের মূল্য বেড়ে দাঁড়ায় যথাক্রমে প্রতি বাক্স ১৫ ডলার এবং ১২ ডলার।