
ঢাকা মহানগর দক্ষিণ ৬৬ নং ওয়ার্ড ডগাইর রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ১৫ শত গরিব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ঢাকা ৪ ও ৫, বাণিজ্যিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি , আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন , আলী আকবর সাউথ। সঞ্চালনায় ছিলেন , তোফাজ্জল হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য, মোফাজ্জল হোসেন ভূঁইয়া, প্রধান সমন্বয়কারী, ঢাকা ৫:নির্বাচনী এলাকা, ইমরান আহমেদ রাসেল, সাবেক সভাপতি ডেমরা থানা ছাত্রদল, মোঃ আজিজুল হক আজিজ, আক্তার হোসেন মোল্লাসহ আরো অনেকে।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ সালাউদ্দিন, কামরুজ্জামান কামরুল মোল্লা, মনির আলম, রেজাউল্লা সাউথসহ আরো অনেকে। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শারুলিয়া ইউনিয়ন বিএনপি আহাদ উল্লাহসহ স্থানীয় নেতা কর্মীগণ। ঢাকা ৪, ৫ এর সার্বিক বিষয় নিয়ে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ বলেন, আমি যখন আপনাদের নির্বাচিত এমপি ছিলাম স্কুল,কলেজ,মসজিদ,মাদ্রাসা, রাস্তাঘাট,,কালভার্ট,,ব্রীজসহ সকল উন্নয়নে আমার অবদান রয়েছে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি আদর্শ, বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় ও আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জাতির স্বার্থে এবং দেশের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছি। তবে আপনাদের প্রতি আমার উন্নয়ন্মুখী মনোভাব ছিল এবং থাকবে ইনশাল্লাহ।