আফজাল হোসেন
বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর বাজার এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে ইসলামী আন্দোলনের দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার পাভেল মুন্সির বিরুদ্ধে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন দুই সহোদর — কবির হাওলাদার (৪০) ও তানভীর আলম (২৫), বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের পরিবার জানায়, জাফর হাওলাদারের দুই ছেলে কবির ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক এবং তানভীর ইসলামী আন্দোলনের প্রচার ও প্রকাশনা সম্পাদক। এ ঘটনায় তাদের দুজনের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
আহত তানভীর অভিযোগ করেন, “আমরা ইসলামী আন্দোলনের রাজনীতি করি। এ নিয়েই পাভেল মুন্সি হঠাৎ বিতর্কে জড়িয়ে পড়ে এবং পরে ফারুক, তুষার ও সিদ্দিকসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়।” তিনি আরও জানান, তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
তানভীরের বোন রুবিনা আক্তার বলেন, পাভেল মুন্সি ও তার সহযোগীরা আমার ভাইদের ওপর রাজনৈতিক কারণে হামলা করেছে। আমার ভাইরা ইসলামী আন্দোলনের কর্মী, আর তারা সরকারি দলের অনুসারী।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য সালাম ফরাজী জানান, সামান্য কথা-কাটাকাটির জেরে ঘটনাটি ঘটেছে।
এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, “এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Check Also
জামালপুরে মাদারগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ হওয়া পাঁচ শিশুর মধ্যে চার শিশুর মরদেহ উদ্ধার
জামালপুর প্রতিনিধি জামালপুরে মাদারগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ হওয়া পাঁচ শিশুর মধ্যে চার শিশুর মরদেহ …
Royal Bangla TV
