Monday, November 10 2025

চরফ্যাশনে বাড়ি লিখে না দেওয়ায় বাবা ও সৎ ভাইদের ফাঁ*সা’তে সন্তানের ওপর নি’র্যা*ত’নে’র অ’ভি’যো’গ

ভোলা জেলা প্রতিনিধি আফজাল হোসেন 

 

ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বাড়ির সম্পত্তি নিয়ে পারিবারিক বি’রো’ধে’র জেরে চা’ঞ্চ’ল্য’ক’র এক ঘটনার অ’ভি’যো’গ উঠেছে।

জানা যায়, মো. মোস্তফা পঞ্চায়েত নামের এক ব্যক্তি পিতার সম্পত্তি নিজের নামে লি’খে না দেওয়ায় ক্ষু*ব্ধ হয়ে প’রি’ক*ল্পি’ত’ভা’বে নিজের ছেলে মো. তামিম (১৫)-এর ওপর নি’র্যা*ত’নে’র না*টক সা’জি’য়ে বৃ’দ্ধ বাবা ও সৎ ভাইদের ফাঁ*সা’নো’র অ’ভি’যো’গ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, মোস্তফা পঞ্চায়েত ও তার স্ত্রী স্থানীয় কু’চ*ক্রী ম’হ’লের সহা’য়তায় গতকাল শনিবার সন্ধ্যার পর ছেলে তামিমের হা’ত-পা বেঁ*ধে একটি খামারের ডো’বা’য় ফে*লে রাখেন। পরে ওই ঘটনার ভি’ডিও ধা’র’ণ করে সেটিকে নি’র্যা*ত’নে’র ঘটনা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছ’ড়ি’য়ে দেন। ভিডিওতে শোনা যায়, একজন বলছে ভালো করে ভিডিও কর, অন্যজন বলছে হইছে হইছে এবার উঠা তামিম ম*রে যাবে, আরেকজন বলছে মা*রা যা’ক, আগে ভালো করে ভিডিও করে নে! এ ঘটনায় এলাকায় ব্যা’প’ক চা’ঞ্চ*ল্যে’র সৃ’ষ্টি হয়েছে।

শিশু তামিম জানান, “আমাকে একটা ঘু*ষি মে’রে’ছে। এরপর আমি অ’জ্ঞা*ন হয়ে যাই—আর কিছু বলতে পারি না।” তবে তার পুরো বক্তব্যে প’রি’ক*ল্পি’ত ঘটনার ই’ঙ্গি’ত পাওয়া গেছে।

তামিমের মা আরজু বেগম বলেন, ঘটনার সময় আমি বাসায় ছিলাম। “এ কাজ কারা করেছে আমি জানি না। তামিমকে উ’দ্ধা*রে’র পর আমি সেখানে গিয়েছি। শ্বশুরের সঙ্গে আমাদের সম্পত্তি নিয়ে বি’রো*ধ রয়েছে। আমাদেরকে খালপাড়ের জমি দিয়েছে, কিন্তু বারবার নতুন বাড়িটি সম্পূর্ণ আমাদের নামে লিখে দিতে বললেও শ্বশুর রাজি হয়না।”

অভিযুক্ত মোস্তফার বাবা আবু তাহের পঞ্চায়েত বলেন, “আমার সন্তানদের মধ্যে মোস্তফা বড় ছেলে। ওকে সবচাইতে বেশি জমি ও টাকা দিয়েছি। এখন যা আছে, মৃত্যুর পর ওয়ারিশরা ভাগ করে নেবে। কিন্তু মোস্তফা ও তার স্ত্রী নতুন বাড়িটি তাদের নামে লিখে দিতে চাপ দিচ্ছে। আমি রাজি না হওয়ায় তারা প’রি’ক*ল্পি’ত’ভা’বে এই না’ট’ক সা’জি’য়ে’ছে।”
আবু তাহের আরও বলেন, “আল্লাহ সব জানেন ও দেখেছেন, আমার নাতিকে নিয়ে কারা এই ষ’ড়*য’ন্ত্র করছে। আমরা নি’র*প’রা’ধ। ওরা আমাদের ফাঁ*সা’তে এই কাজ করেছে।”

👉 প্রমাণসহ আসছে পরবর্তী ভিডিও সংবাদে।

Check Also

জামালপুরে মাদারগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ হওয়া পাঁচ শিশুর মধ্যে চার শিশুর মরদেহ উদ্ধার

  জামালপুর প্রতিনিধি জামালপুরে মাদারগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ হওয়া পাঁচ শিশুর মধ্যে চার শিশুর মরদেহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *