Tuesday, September 23 2025

আরজেএফ’র উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর উদ্যোগে মফস্বল সাংবাদিকদের জন্য সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ৩০ ডিসেম্বর সোমবার দিনব্যাপী ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মাহমুদ আল ফয়সাল। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক এর চিফ রিপোর্টার শামছুদ্দীন আহমেদ, আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, আরজেএফ’র অর্থ সচিব মোঃ ফারুকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরজেএফ’র প্রশিক্ষক বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন মিয়া। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন দৈনিক জনতার সংবাদের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান আলী। এই প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আরজেএফ’র ১০০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। রুরাল জানালিস্ট ফাউন্ডেশনের আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ গ্রহণ করেন উক্ত ফাউন্ডেশনের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ রেজাউল ইসলাম।

Check Also

মেট্রোরেলে একক যাত্রায় যুক্ত হচ্ছে আরও টিকিট

ছবি: সংগৃহীত মেট্রোরেলের টিকিটের সংকট নিরসনে ভারত থেকে দ্বিতীয় ধাপে ঢাকায় এসেছে মেট্রোরেলের একক যাত্রার …