
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এমবিয়েন্ট স্টীল (বিডি) লিমিটেডের শ্রমিকরা ছয় মাসের বেতন না পাওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। আজ মঙ্গলবার সকালে রূপগঞ্জের বরপা বাজার সংলগ্ন ঢাকা–সিলেট মহাসড়কে এই বিক্ষোভের ফলে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।
শ্রমিকরা জানান, টানা ছয় মাস ধরে বেতন বন্ধ থাকায় তারা পরিবার নিয়ে চরম দুর্দশায় রয়েছেন। বারবার দাবি জানিয়েও কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হয়ে তারা সড়কে নেমে আসেন। সকাল থেকে মহাসড়ক অবরোধ করে তারা স্লোগান দিতে থাকেন এবং দ্রুত বেতন পরিশোধের দাবি জানান।
এসময় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা ক্ষোভ প্রকাশ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে শ্রমিকরা জানিয়েছেন, বেতন পরিশোধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
Royal Bangla TV

