Monday, November 10 2025

নতুন বছরে মালয়েশিয়া-সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারে সাবিনারা

আগামী বছরের জুনে এএফসি এশিয়ান কাপের বাছাই। তার আগে দেশে এবং দেশের বাইরে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলার কথা ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে খেলার জন্য প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ।

আজ এমনটাই বলেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ, ‘আমরা ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলার কথা ভাবছি। এরই মধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে চিঠি দিয়েছি। এখন তাদের উত্তরের অপেক্ষায়।’

এই দুই দেশের আগে অবশ্য সৌদি আরবকে চিঠি দিয়েছিল বাফুফে। কিন্তু তারা খেলতে রাজি হয়নি। সে জন্য নতুন করে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে চিঠি পাঠাল বাফুফে। ফেডারেশনের ভাবনা, নতুন বছরে ফেব্রুয়ারির ফিফা উইন্ডোটা ভালোভাবে কাজে লাগানো।

ফিফা ক্যালেন্ডার অনুযায়ী, ১৭ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। এই সময়ে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে দেশে এনে ম্যাচ খেলতে চায় বাফুফে। যদি দুই দেশ সন্মতি জানায় তাহলে দিনক্ষণ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করে ফেলবে ফেডারেশন।

Check Also

ক্রিকেটে বিনিয়োগ করতে হবে, কনসার্টে নয়

তামিম ইকবাল মনে করেন, কনসার্ট বা এমন আয়োজনে বিনিয়োগ না করে ক্রিকেটে বিনিয়োগ করা উচিৎ …