চট্টগ্রাম, ২৯ অক্টোবর ২০২৫: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৪ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ জিতে নিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল।
ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তোলে ১৪৯ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৩৫ রানে। তিন ওভারে দরকার ছিল মাত্র ৩২ রান, হাতে ছিল ৭ উইকেট—তবুও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি টাইগাররা।
শেষদিকে ব্যাটারদের ব্যর্থতায় জয়ের সম্ভাবনা হাতছাড়া হয়। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক, অন্যদিকে সিরিজ জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ শিবির।
Royal Bangla TV
