Monday, November 10 2025

ক্রিকেটে বিনিয়োগ করতে হবে, কনসার্টে নয়

তামিম ইকবাল মনে করেন, কনসার্ট বা এমন আয়োজনে বিনিয়োগ না করে ক্রিকেটে বিনিয়োগ করা উচিৎ ছিল বিসিবির। বিপিএলের মেগা কনসার্টে কয়েক কোটি টাকা খরচ হয়েছে বিসিবির। গুঞ্জন রয়েছে, ঢাকা পর্বের মিউজিক ফেস্টে রাহাত ফতেহ আলী খানকে নাকি দেওয়া হয়েছে বিপিএলের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানিরও বেশি পারিশ্রমিক। এদিকে ধারাভাষ্য প্যানেল নিয়ে এবারো আছে অসন্তোষ। তামিম মনে করেন, কনসার্ট বা এসব ক্ষেত্রে বিনিয়োগ না করে মাঠের ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুললে বলা যেতে পারে উন্নতি করেছে বিপিএল। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কনসার্ট ছাড়া অন্যরকম কিছু দেখিনি। অন্যরকম বিপিএল যদি করতে হয় বিনিয়োগ করতে হবে ক্রিকেটে। এটাই বেশি জরুরী। টুর্র্নামেন্টে বিনিয়োগ করতে হবে, কনসার্টে নয়। টুর্নামেন্টে বিনিয়োগ করলে বলতে পারব নতুন বিপিএল। 

Check Also

ম্যানসিটি-লিভারপুলের ম্যাচসহ টিভিতে আজ

ক্রিকেট অস্ট্রেলিয়া-ভারত বক্সিং ডে টেস্টের চতুর্থ দিন সরাসরি, ভোর ৫-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১ দক্ষিণ …