ভোলা জেলার লালমোহন উপজেলার বাসিন্দা আবদুল রহিম দৃষ্টিশক্তিহীন হলেও নিজের ভাগ্যের কাছে হার মানেননি। ভিক্ষার পথ না বেছে নিয়ে তিনি বেছে নিয়েছেন সৎ উপার্জনের পথ—নিজের পরিশ্রমে জীবিকা অর্জনের সংগ্রাম।
অল্প পুঁজিতে শুরু করেছেন ছোট ব্যবসা। হাতে করে বিক্রি করছেন বাদাম, বুট, চালভাজা—যাত্রাবাড়ীর আশেপাশের রাস্তায় হেঁটে হেঁটে ক্রেতাদের ডাকছেন নিজের কণ্ঠে। অন্ধ হলেও মনে আছে অগাধ সাহস ও আত্মবিশ্বাস। প্রতিদিন সকালে বের হয়ে রাত পর্যন্ত পরিশ্রম করে জীবিকার ব্যবস্থা করেন তিনি।
আবদুল রহিম বলেন, আমি অন্ধ, কিন্তু আল্লাহ আমাকে হাত-পা দিয়েছেন, তাই ভিক্ষা করব না। পরিশ্রম করেই খেতে চাই।
স্থানীয়রা জানান, তার সংগ্রাম দেখে তারা মুগ্ধ। অনেকেই প্রতিদিন তার কাছ থেকে বাদাম বা বুট কেনেন, শুধু তাকে উৎসাহ দিতে। এক পথচারী বলেন, “রহিম ভাই আমাদের সবার জন্য অনুপ্রেরণা। অন্ধ হয়েও তিনি কাজ করেন—এটাই বড় কথা।
লালমোহনের এই দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের গল্প সমাজে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি প্রমাণ করেছেন—ইচ্ছা ও পরিশ্রম থাকলে শারীরিক অক্ষমতাও মানুষকে থামাতে পারে না।
Royal Bangla TV
